1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রতিবাদ লিপি - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

প্রতিবাদ লিপি

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পঠিত

প্ৰতিবাদ লিপি

গত ১০/০৪/২০২৫ রোজ বৃহস্পতিবার, আমার অনুপস্থিতিতে আমার চেম্বারে আমার সহকারী বিজয় সরকারের দ্বারা সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার অজুহাতে আমাকে ও মুন হাসপাতালকে জড়িয়ে যে ধরনের একতরফা অপপ্রচার মূলক গুজব চালানো হয়েছে, তারও প্রতিবাদ জানাই। একইসাথে, ঘটনার সাথে জড়িত সহকারীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সবার সহযোগিতা কামনা করছি।
আমি দীর্ঘদিন যাবত সততা, দক্ষতা ও সফলতার সাথে রোগীবান্ধব চিকিৎসক হিসেবে অর্থোপেডিক সার্জারী বিষয়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ সেবা প্রদান করে আসছি। পারিবারিক কাজে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এই দুইদিন আমার চেম্বার বন্ধ থাকে । সংশ্লিষ্ট রোগী ও ওনার স্বজনরা আমাকে না জানিয়ে এসিস্ট্যান্ট এর সাথে কথা বলে বৃহস্পতিবার চেম্বারে এসেছেন। আমি ওনার স্বজনের কাছেই প্রথম
জানতে পারি যে উনারা ঔষধ টা নিয়েছেন এবং চেক করে দেখতে পান যে zolinic প্রিপারেশনটার উপর Aclasta স্টিকার বসিয়ে বিজয় সরকার এটা দেয়। আমাকে রোগীর মেয়ে ফোন করে জানায় যে, এসিস্ট্যান্ট তার পায়ে ধরে অনুরোধ করছে যাতে আমাকে কিছুই না বলে।
সে আমাকে না জানিয়ে এটা দিয়েছে এবং সে এটার জন্য ক্ষমা চাইছে।অবিশ্বাস্য এই ঘটনায় আমি হতবিহ্বল হয়ে পরি, আমি একজন ফার্মাকোলজিস্ট পাঠিয়ে ঘটনার সত্যতা জানতে পারি এবং সাথে সাথেই টাকা ফেরত দেয়ার ব্যাবস্থা করি। প্রসংগত: এটা zoledronic acid preparation. Osteoporosis এর জন্য দেয়া হয়। Aclasta বিদেশি প্রিপারেশন তাই দাম বেশি আমি এটাই দেয়ার জন্য সাজেস্ট করেছি, যেটা দেয়া হয়েছে সেটা zolinic, যা দেশি ইনসেপ্টা কোম্পানির তৈরি অপেক্ষাকৃতভাবে দাম কম। যারা দামী টা এফোর্ড করতে পারে না তাদেরকে এটা দেয়া হয়। আমি রোগীর এটেন্ডেন্ট কে এটা দেয়ার আগে প্রিপারেশন সহ চেম্বার টাইমে শিডিউল নিয়ে আসার জন্য এসিস্ট্যান্ট এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেই। সাধারণত, রোগী উপস্থিত হলে কোম্পানির প্রতিনিধি এসে ঔষধ রোগীর হাতে দিয়ে টাকা নিয়ে চলে যায়। আর, আমার চেম্বারে আমার উপস্থিতিতে এটা দেয়ার কথা। এটাই সবসময় করা হয়। গতকাল আমার এসিস্ট্যান্ট  বিদেশি প্রিপারেশনের টাকা নিয়ে দেশি ঔষধ টা দিয়ে দিয়েছে। এটা জঘন্য রকম প্রতারণা ও অন্যায়। ভিডিওটিতে আমরা দেখতে পাই যে,রোগীর মেয়ে আমাকে জানানোর জন্য আমার ফোন নাম্বার চাইছিলেন। উনারা এটা ধরতে পেরেছেন এবং আমাকে জানিয়েছেন।
আমি উনাকে বলেছিলাম এর মাধ্যমে আপনার এবং আমার দুইপক্ষের সাথেই সে প্রতারণা করেছে। আমি শনিবার এসে আপনাদের উপস্থিতিতে তার বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করব। আমার সাথে ওনাদের বিকেল পর্যন্ত কথা হয়েছে। ওনারাও আমার সাথে সহমত পোষণ করেন। কিন্তু রাতে দেখলাম আমার সাথে কোনো কথা না বলে আমাকে একতরফা দোষারোপ করে ফেসবুক ও অন্যান্য অনলাইন নিউজে এটা প্রচার করে বিষোদ্গার করছে। এটা সম্পুর্নভাবেই এসিস্ট্যান্ট এর দোষ। আমি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই এর সাথে আমার বা মুন হাসপাতালের কোনই সংশ্লেষ নাই। আমি সংক্ষুব্ধ, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছি। আমি এসিস্ট্যান্ট কে চাকরি থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আইনগত পদক্ষেপ নেয়ার ব্যবস্থা করছি। আমি এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে যথেষ্ট রকম সতর্কতা অবলম্বন করবো।
 আমার দীর্ঘদিনের সুনাম ও সততার সাথে চিকিৎসা সেবার প্রদানের বিপরীতে এই ধরনের দুর্নীতি ও প্রতারণা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনা। আমার মতামত না নিয়ে আমাকে দোষারোপ করে যারা বিভিন্ন অনলাইন মিডিয়াতে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের প্রতি বিনীত অনুরোধ সত্যটা জানুন এবং সত্যিকারের দোষী ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য আমাকে সহযোগিতা করুন। সকলের অবগতির জন্য বিনীত অনুরোধ করছি, আপনারা চিকিৎসকের উপস্থিতি ও সরাসরি যোগাযোগ ব্যাতিত কোন ধরনের চিকিৎসা ও লেনদেন করবেন না।
যারা চিকিৎসক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,আপনারা এসিস্ট্যান্ট দের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখবেন এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাবস্থা করবেন। সকলের সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ কামনা করছি। যারা অনলাইনে নিউজ করেছেন আমার বক্তব্য না নিয়ে একতরফা নিউজ করে দিয়েছে।

ডাঃ মোঃ আশরাফ উল মতিন (সাগর)
সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারী, কুমিল্লা মেডিকেল কলেজ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD