1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটে সালিস বৈঠকে বাদি পক্ষের উপর সন্ত্রাসী হামলা, ইউপি সদস্য সহ আহত-৭ - Dainik Cumilla
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫ সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাংচুর ব্রাহ্মণপাড়ায় ইসলামি ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা! লাকসামে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপি নেতার বাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা কুমিল্লার তিতাসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ দুজনকে আটক নাঙ্গলকোটে সালিস বৈঠকে বাদি পক্ষের উপর সন্ত্রাসী হামলা, ইউপি সদস্য সহ আহত-৭ বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না-লাকসামে তাফসির মাহফিলে সফিকুর রহমান তিতাসে যুবককে কুপিয়ে হত্যা : ৯ ঘন্টার মধ্যে চারজনকে আটক

নাঙ্গলকোটে সালিস বৈঠকে বাদি পক্ষের উপর সন্ত্রাসী হামলা, ইউপি সদস্য সহ আহত-৭

  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের পুঁটিজলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় সালিস বৈঠকে ওই গ্রামের খোকন মিয়া ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ৭জন আহত হয়েছে। হামলার ঘটনায় অপর অভিযুক্তরা হলেন পুটিজলা গ্রামের শাহজাহান, মফিজুর রহমান, তজু মিয়া, ইলিয়াস ও খোকনের ভাড়াটিয়া সন্ত্রাসী পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঝাটিয়ারখিল গ্রামের ৫০-৬০জন। সংঘর্ষের খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহতরা হলেন পুঁটিজলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রনি মজুমদার (২২), তার ভাই আনোয়ার হোসেন ভুট্টু (৪৫), বোন নূরুন নাহার টুনি (৫০), ভগ্নিপতি একই গ্রামের নাজির আহমেদ মজুমদারের ছেলে আব্দুর রাজ্জাক মজুমদার (৬০), রফিকুল ইসলাম মুজমদার (৫৫) ও রফিকের ছেলে রকি (৩০) ও ঢালুয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আফাজ উদ্দিন কালাম (৫৬)। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে রনি মজুমদার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আনোয়ার হোসেন ভুট্টু বলেন, আমার ভগ্নিপতি আব্দুর রাজ্জাক তার দখলিয় জমিতে মাছ ধরতে গেলে পুঁটিজলা গ্রামের ইলিয়াস ও শাহজাহান তাকে পিটিয়ে মাথা পাটিয়ে দেয়। এ ঘটনার বিষয়ে আমরা বাদি হলে শুক্রবার বিকেলে সালিস বৈঠক বসে। সালিসদারগণ মাগরিবের নামাজ পড়তে গেলে আনু মিয়ার ছেলে খোকনের নেতৃত্বে তার ভাড়াটিয়া ঝাটিয়ারখিল গ্রামের ৫০-৬০জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে কোপাতে থাকে। পরে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খোকন ও তার পরিবারের লোকেরা সবাই আওয়ামীলীগ করে তারা ঝটিয়ারখিল গ্রামের যে সকল সন্ত্রাসী নিয়ে এসেছে তারাও সবাই ছাত্রলীগের সন্ত্রাসী।

অভিযুক্ত খোকন মিয়া বলেন, আমাদের সাথে তাদের সালিস বৈঠক চলা অবস্থায় আমরা মাগরিবের নামাজ পড়তে যাই। এসময় সংঘর্ষ বেঁধে আমাদেরও কয়েকজন আহত হয়েছে, তাদের কয়জন আহত হয়েছে আমি জানি না।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে, এখন পরিবেশ শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD