1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে কৃষকদল নেতার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা, হত্যা চেষ্টা ও অপহরণের হুমকি - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

নাঙ্গলকোটে কৃষকদল নেতার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা, হত্যা চেষ্টা ও অপহরণের হুমকি

  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন কৃষকদল সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জাকের হোসেন মিয়াজীর বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর এবং তার ছেলে ঢাকার বায়তুল মোকাররম এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জসিম উদ্দিন মিয়াজীকে জবাই করে হত্যা চেষ্টা ও অপহরণের হুমকির অভিযোগ উঠেছে ওই গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে ফয়সাল আহমেদ, কাউছার, ফাহাদ, রায়হান ও তাদের মা আফরোজা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত ফয়সাল আহমেদ ও তার অপর ভাইয়েরা ছাত্রলীগ নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের কর্মী বলে দাবি করেন কৃষকদল নেতা ও সাবেক মেম্বার জাকের হোসেন মিয়াজী। এসময় হামলাকারীরা কৃষকদল নেতা জাকের হোসেন মেম্বারের অপর ছেলে আলী হোসেন মিয়াজী ও মাঈন উদ্দিন সৈকতকে মারপিট করে বলে জানান ভূক্তভোগীরা। ওই বাড়িতে বসবাসরত সকল পরিবারে জন্য নির্ধারিত চলাচলের রাস্তা থাকার পরও অভিযুক্তরা জোরপূর্বক কৃষকদল নেতা ও সাবেক ইউপি মেম্বার জাকের হোসেন মিয়াজীর বাড়ির টিনের বাউন্ডারি বেড়া ভেঙ্গে নিজেদের চলাচলের রাস্তা করতে এ হামলা ও ভাংচুর চালায় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় উভয় পক্ষ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ভূক্তভোগী আলী হোসেন মিয়াজী বলেন, আমাদের বাড়ির সকল পরিবারের চলাচলের জন্য একটি নির্ধারিত রাস্তা রয়েছে। কিন্তু মাঙ্গলবার দুপুরে ফয়সালের নেতৃত্বে তার অপর ৩ ভাই ও মা মিলে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। তারা আমাদের বাড়ির বেড়া গুলোকে কুপিয়ে তছনছ করে ফেলে। এসময় আমরা বাধা দিলে আমাকে মারপিট ও আমার ভাই জসিম উদ্দিন মিয়াজীকে ধারালো অস্ত্র গলায় বসিয়ে দিয়ে চুপ থাকতে বলে, না হয় জবাই করে হত্যা করার হুমকি দেয় এবং এ ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নিলে জসিমের কর্মস্থল ঢাকা থেকে তাকে অপহরণ করবে বলেও হুমকি দেয়।

এ ব্যাপারে ভূক্তভোগী কৃষকদল নেতা জাকের হোসেন মেম্বার বলেন, ফয়সাল ও তার ভাইয়েরা সবাই ছাত্রলীগের রাজনীতি করে। তারা ঢাকার শীর্ষ সন্ত্রাসী হাজী সেলিমের লোক। তারা আমার বাড়িঘর কুপিয়ে তছনছ করে ও আমার ছেলেদেরকে মারপিট ও হত্যা এবং অপহরণের হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে এ অস্ত্রধারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

অভিযুক্ত ফয়সাল আহমেদ বলেন, আলী হোসেন ও জসিম আগে আমাদের উপর হামলা করায় তাদের বাড়ির বেড়া ভাংচুরের ঘটনা ঘটেছে। আমরা আওয়ামীলীগের রাজনীতি ও হাজী সেলিমের রাজনীতির সাথে জড়িত নয়।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, জাতীয় জরুরী সেবায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ ফেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD