নেকবর হোসেন
কুমিল্লা নগরীর প্রধান ঈদের জামাতে মুসল্লীদের ঢল নামে। ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের রাস্তাতে মানুষ ঈদের নামাজ আদায় করেন।সকাল সাড়ে ৮টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
নামাজ শেষে বিশ্বের মুসলমানদের শান্তি-স্বস্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
নামাজে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,ও জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এ বছর কুমিল্লায় ৪ হাজার ১৫১টি স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।