1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মদক বিক্রির টাকা-সহ কারবারি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে: নাহিদ ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সব দর্জি দোকানে চলছে সেলাই। অনেক দোকানি বাড়িয়েছেন কারিগর। মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

মারুফ হোসেন :

ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ১৩ মার্চ হতে ১৯ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ইংরেজি স্পিস কম্পিটিশন এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর মো: মিজানুর রহমান এবং সম্মানিত ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।

গত ১৩ মার্চ ২০২৫ হতে ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত ধারাবাহিকভাবে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ইংরেজি স্পিস কম্পিটিশন এর প্রিলিমিনারি,সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

গত ১৯ শে মার্চ “স্পিচ কম্পিটিশন” এর ফাইনাল রাউন্ড, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ হতে আগত সম্মানিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন এবং ছাত্র-ছাত্রীরা ইংরেজি স্পিস কম্পিটিশনে অংশ গ্রহণের মাধ্যমে ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ও এজাতীয় প্রতিযোগিতা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কার্যনির্বাহী পরিষদে ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কিশোয়ার জেরিন, আসমা আক্তার, ফারজানা তাবাসসুম রিমু এবং আব্দুল্লাহ আল মারুফ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD