কেফায়েত উল্লাহ মিয়াজী :
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন অষ্টগ্রাম ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হালিম মেম্বারের ছেলে মাদক কারবারি কামাল উদ্দিনকে (৫০) বুধবার দিবাগত গভীর রাতে আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে ১৪০পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৯হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আশরাফুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করে, যার নং ১২।
মামলার বাদী আশরাফুল ইসলাম বলেন, কামাল উদ্দিনকে তার বাড়ি থেকে ১৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৯ হাজার ৫০টাকাসহ সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।