ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার ঘটনায় হওয়া দুইটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকির হোসেন কুমিল্লা সদর দক্ষিণ থানার দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক তাঁর বিষয়ে ‘সাময়িক বরখাস্ত’ করা যেতে পারে বলে মর্মে লিখিত মতামত যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়েছেন। এমন অবস্থায় সরকারি কর্মকর্তা আইন ২০১৮-এর ধারা ৩৯ (০২) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) নম্বর বিধি মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন সন্ধ্যায় বলেন, ‘ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনের নামে দুইটা মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর আইনের (সরকারি চাকরি-বিধি) ধারা উল্লেখ করেই অফিস আদেশ দেওয়া হয়েছে। মামলা চলমান রয়েছে, পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ও তদন্ত করছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’