1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার ঘটনায় হওয়া দুইটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকির হোসেন কুমিল্লা সদর দক্ষিণ থানার দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক তাঁর বিষয়ে ‘সাময়িক বরখাস্ত’ করা যেতে পারে বলে মর্মে লিখিত মতামত যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়েছেন। এমন অবস্থায় সরকারি কর্মকর্তা আইন ২০১৮-এর ধারা ৩৯ (০২) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) নম্বর বিধি মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন সন্ধ্যায়  বলেন, ‘ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনের নামে দুইটা মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর আইনের (সরকারি চাকরি-বিধি) ধারা উল্লেখ করেই অফিস আদেশ দেওয়া হয়েছে। মামলা চলমান রয়েছে, পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ও তদন্ত করছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD