1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তাকওয়া বিহীন সমাজ হচ্ছে ক্রাইমের সমাজ -এটিএম মাছুম - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

তাকওয়া বিহীন সমাজ হচ্ছে ক্রাইমের সমাজ -এটিএম মাছুম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :

কুমিল্লার লাকসামে পশ্চিমগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) আল আমিন ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, তাকওয়া বিহীন সমাজে আছিয়াদের মত কন্যা শিশুরা ধর্ষিতা হতেই থাকবে। তাকওয়া বিহীন সমাজে বিশৃংখলা, অন্যায়-জুলুম মাথাচাড়া দিয়ে ওঠে। যেখানে তাকওয়া নেই, মানুষ মুত্তাকী হতে পারেনি; সে সমাজটাই হচ্ছে ক্রাইমের সমাজ, পাপাচারের সমাজ, লুটপাটের সমাজ, খুন, গুম, অন্যায়, জুলুমের সমাজ। আজকে গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে নিজেদের মনগড়া তন্ত্র-মন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নতুন নতুন বিপর্যয় তৈরি করেছে। মানুষকে অমানুষ করেছে, সমাজকে জরাজীর্ণ করেছে, মানুষের শান্তি বিনষ্ট করেছে। তাকওয়া হচ্ছে আল্লাহর সকল হুকুম পালন করা। আল্লাহর আদেশ এবং নিষেধ দুটাই পালন করা হচ্ছে তাকওয়া।
এটিএম মাছুম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় কর্মসূচি হচ্ছে সমাজ সেবা ও সমাজ সংস্কার। এর আলোকে লাকসামে সমাজ কল্যাণ পরিষদসহ গোটা বাংলাদেশে শিক্ষাদীক্ষায় মানুষের কল্যাণের মধ্য দিয়ে দ্বীনের দাওয়াতের মজবুতির জন্য জামায়াত কর্মসূচি হাতে নিয়েছে। জ্ঞানের দৈন্যতা ও কুশিক্ষা দূর করতে সমাজ কল্যাণ পরিষদের মত প্রতিষ্ঠানসহ দেশের আনাচে-কানাচে বহু স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
পশ্চিমগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, ডাঃ আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জোবায়ের ফয়সাল, আল আমিন ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, পশ্চিমগাঁও সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক মুসা, দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার। এ সময় পশ্চিমগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকাল থেকে জড়িত ব্যক্তিবর্গসহ এলাকার অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD