1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মো. নূরুল হুদা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ করেছেন। এই পদে নিয়োগ পাওয়ার মাধ্যমে তিনি বেতাগী থেকে এই প্রথম ব্যক্তি হিসেবে সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানায়।
এডভোকেট মো. নূরুল হুদার পেশাগত জীবন অত্যন্ত সফল এবং অনুপ্রেরণাদায়ক। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
তাঁর প্রাথমিক শিক্ষা গ্রামেই হলেও, পরবর্তীতে তিনি নিজেকে শিক্ষা এবং পেশাগত দক্ষতায় প্রতিষ্ঠিত করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষে তিনি এল এল বি ও এল এল এম ডিগ্রী অর্জন করেন। ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ঢাকা জেলা ও দায়রাজজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আত্মনিয়োগ করেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মো. নূরুল হুদা তাঁর আইনজীবী জীবনে ইতোমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন ও বিচার বিভাগে দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করেছেন। তিনি এই নতুন দায়িত্ব গ্রহণের পর নিজেকে আরো দায়িত্বশীল হিসেবে প্রতিপাদন করার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, “আমি ব্রাহ্মণপাড়া উপজেলা তথা সমগ্র দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই যেন রাষ্ট্র কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, আশা করি এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারব। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।”
এদিকে, মো. নূরুল হুদার এই নিয়োগ নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলাসহ বেতাগী অঞ্চলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এই সাফল্যকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন এবং তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও শুভেচ্ছা এবং অভিনন্দনের বার্তা আসতে শুরু করেছে।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু বলেন, “আমাদের এলাকার সন্তান যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, তা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা আশাবাদী, তিনি তার দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন।”
এছাড়াও, তরুণ সমাজসেবক আলহাজ্ব মো. আরিফুল হক ভূইয়া বলেন, “এটি আমাদের এলাকার জন্য একটি নতুন দিগন্তের সূচনা। মো. নূরুল হুদা এই পদে অধিষ্ঠিত হয়ে এলাকার নাম উজ্জ্বল করবেন, এমন বিশ্বাস আমাদের আছে।
এবং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, “আমার ইউনিয়ন ও গ্রামের ছোট ভাই এডভোকেট নুরুল হুদাকে এই দায়িত্ব প্রদানের জন্য আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি নুরুল হুদাকে অভিনন্দন জানাচ্ছি। তাঁর সফলতার গল্প তরুণদের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে।
ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ এডভোকেট নূরুল হুদার এই নতুন দায়িত্ব পালনকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন এবং তাঁর আগামী সফলতা কামনা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD