1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি কর্পোরেশনের ঠিকাদার সাইফুল ইসলামের বিরুদ্ধে ‘কাজ না করে বিল উত্তোলনের অভিযোগে’ তার কার্যক্রমের সকল ফাইল তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
বুুধবার (১৯ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত দল কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে এসব তথ্য অনুসন্ধানে অভিযান পরিচালনা করেন। টিমের অপর দুই সদস্য হলেন, কুমিল্লা দুর্নীতি দমন কমিশনের (দুদুক) সহকারী পরিচালক মো. তারিকুর রহমান ও কনস্টেবল মামুনুর রশিদ।
এদিকে, দুদুকের অভিযানের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষের সামনে হাজির হলে কক্ষের দরজার বন্ধ দেওয়া হয়।
পরে প্রায় ৪০মিনিট পর গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা
কুমিল্লা পুলিশ লাইন্স এলাকার ব্যবসায়ী এনএস গ্যালারির স্বত্তাধিকারী ঠিকাদার সাইফুল ইসলাম সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন। এমপি বাহার সাইফুল ইসলামের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে বিভিন্ন টেন্ডার ভাগিয়ে কাজ করাতেন।দুদকের সহকারী পরিচালক মাসুম আলী জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩ সদস্যের একটি তদন্ত দল তথ্য অনুসন্ধানে এসেছি।
আমরা ঠিকাদার সাইফুল ইসলামের কাগজপত্রগুলো চেয়েছি এবং সেগুলো পর্যালোচনা করছি। তিনি আরো জানান, ২২-২৩ অর্থবছরে সাইফুল ইসলাম ১০ টির মত টেন্ডার পেয়েছেন। যার আনুমানিক মূল্যমান ৫৯ কোটি ৬১ লাখ টাকা। ২৩-২৪ অর্থবছরে তিনি টেন্ডার পেয়েছেন ২১টির মত অনেক ১৭২ কোটি টাকা।
তার বিরুদ্ধে অভিযোগ হল তিনি কাজ নিজে না করে বা অন্যকে দিয়ে করিয়ে বিল উত্তোলন করেছেন। আমরা যে আইডিগুলো পেয়েছি সেখান থেকে তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন ঢাকা অফিসে পাঠাবো। সেখান থেকে যে নির্দেশনা আসবে পরবর্তী কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সে অনুযায়ী নেওয়া হবে। গণমাধ্যম কমীদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া ইজিবিতে করা হয় কোন নথি পরিবর্তন সিস্টেম নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার শামছুল আলম জানান, দুদক আমাদের কাছে যেসব তথ্য চেয়েছেন আমরা সেসব তথ্য দিয়েছি।
সকল তথ্য ও প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে রয়েছে তারা যা যা চান সকল তথ্যই পাবেন। দুদকের কার্যক্রম নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD