স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা তিতাস বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের কবরস্থানের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
রবিবার রাতে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। নিহত আয়েশা বেগম(৪৮) হোমনা উপজেলা মিরাশ গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।
পারিবারিকভাবে জানাযায় ,নিহত আয়েশা গত ১ বছর যাবৎ ভারসম্যহীনভাবে চলাফেরা করতেন।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।