1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসময় চিকিৎসক সহ হাসপাতালের স্টাফরা পালিয়ে যায়। কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ সড়কে ডাক্তার আব্দুল হকের মালিকানাধীন ওই ট্রমা হাসপাতালে রোববার রাতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত রোগী ইমরান হোসেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। নিহতের মা নাজমা বেগম, চাচা জাকির হোসেন, নানা মানিক মিয়া, মামা সুমন মিয়া, সাংবাদিকদের জানান, বুকের অসুখ জনিত কারণে গত ১৫ দিন আগে মোটা অংকের অর্থের বিনিময়ে ইমরান হোসেন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। গত বুধবার তার অপারেশনের জন্য পুনরায় তাকে ভর্তি করা হয়।

হাসপাতালের ডাক্তার আতাউর রহমান গত শনিবার ইমরান হোসেনের অপারেশন করেন। তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে আজ রোববার বিকালের দিকে ওই হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ইমরান হোসেন মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করে জানান ইমরান আই সি ইউ তে মারা যাওয়ার পর সে জীবিত আছে বলে দুইবার প্রায় ২৭ হাজার টাকার ঔষধ নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর পরও দেখতে না দিয়ে রোগী বেঁচে আছে বলে জানিয়ে বিভিন্ন সময় প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেয়।

একপর্যায়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বিক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালের নিচতলা ও দ্বিতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ,নার্স ও অন্যান্য রোগীরা দ্বিগবিদিক ছুটোছুটি করে। রাত সোয়া এগারোটা এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ তলার হাসপাতালটির কয়েকটি তলা অন্ধকারে ছিল। পুলিশ ও সেনাবাহিনীর লোকজন হাসপাতালটি ঘিরে রেখেছে, উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD