1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে মাদক কারবারি সুমনের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

চৌদ্দগ্রামে মাদক কারবারি সুমনের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের ‘মো: সুমন মিয়া’ নামে এক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। অভিযুক্ত সুমন একই গ্রামের ছারু মিয়া প্রকাশ ছেরু মিয়ার ছেলে। মাদক সেবন, মাদক বিক্রয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সহ নানান অভিযোগে অভিযুক্ত এই সুমনের চতুর্মুখী অত্যাচারে এলাকাবাসীর দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশ এ মানববন্ধন। এ সময় স্থানীয়রা তাকে অভিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। পরে এলাকাবাসী চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসী জানান, মাদক কারবারি, সমাজ বিরোধী, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী সুমন মিয়ার অত্যাচারে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে মাদক মামলা সহ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিন আগেও সে গ্রেফতার হয়েছিলো। তার মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে ও তার অনুসারীরা স্থানীয় মসজিদের প্র¯্রাবখানা ও আশ-পাশের কয়েকটি বাড়ির সীমানা বেড়া ও স্থাপনা ভাংচুর করে। এরপরে সে উল্টো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, অবিলম্বে যাতে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামে ‘কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজ’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক মো: হাসান মোরশেদ, ডা. আবদুল গফুর, আবুল খায়ের, আতাউর রহমান, আলী আশ্রাফ, আবদুর রাজ্জাক, আবদুল কাদের, আমান মিয়া, নুরুল আমিন, মো: নুরু মিয়া, হানিফ মিয়া, শফিকুর রহমান, জামাল হোসেন, মো: মোস্তফা মিয়া, আবু মিয়া, হারেছ মিয়া, হোসেন মিয়া, সিরাজ মিয়া, আবু তাহের তানু, ফটিক বাচ্চু, ছাদেক মিয়া, মো: ইউছুফ, মমতাজ মিয়া, কানু মিয়া, আকাব্বর আলী, ফজলুল হক, জয়নাল আবেদীন,সফিক মিয়া,শাহজী মিয়া, শহিদুল ইসলাম, রহিম মোল্লা, আবদুল হালিম, রমিজ মিয়া, আনোয়ার হোসেন, মহিন মিয়া, মো: ইকবাল হোসেন, জুয়েল রানা সোহাগ, নাহিয়ান, জাহিদ হাসান, শাহজাহান, আবু বকর, মো: কবির, আরিফুর রহমান, মো: রাফি, সোহেল, রুবেল, ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় কিং ছুপুয়া গ্রামের বয়োবৃদ্ধ মুরুব্বীগণ, যুব সমাজের নেতৃবৃন্দ, নারী-শিশু সহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সোমবার বিকেলে অভিযুক্ত সুমন মিয়া বলেন, ‘আমার শ্যালকের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করেছি। সামাজিক শৃঙ্খলা নষ্ট করিনি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘কিং ছুপুয়া গ্রামবাসী থানায় সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD