1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শহীদদের স্মরণে চৌদ্দগ্রামে ইফতার ও দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শহীদদের স্মরণে চৌদ্দগ্রামে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শহীদদের স্মরণে ও গাজীদের স্মৃতিচারণে হিউম্যান সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাবাব এক্সপ্রেসে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘যে মহান উদ্দেশ্যকে ধারণ করে ছাত্রজনতা প্রাণ দিয়েছে, আমাদের উচিত সেই আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া।’ এ সময় তিনি সকলকে এ মূল্যবোধে এগিয়ে যেতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংগঠনটির সভাপতি সফিউল ইসলাম জিয়া-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ ফয়সাল আহাম্মদ শাকিল-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক শাখাওয়াত শাওন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিওড়া ইউনিয়ন সেক্রেটারী হুমায়ুন কবির সুজন, হিউম্যান সোসাইটি অব বাংলাদেশের পরিচালক তৌহিদুল আজম বাবু, কেন্দ্রীয় পরিচালক কে এম মাহবুবুল আলম ডালিম, ডা. মোহাম্মদ মোশাররফ হোসেনসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধোড়করা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সমাজকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD