1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জামায়াতে ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : ডা. আব্দুল্লাহ মু. তাহের - Dainik Cumilla
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : ডা. আব্দুল্লাহ মু. তাহের

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামের প্রায় ১৫ হাজার মহিলা কর্মী উপস্থিত ছিলেন। অত্যন্ত সু-শৃঙ্খল এ সমাবেশটিকে চৌদ্দগ্রামের ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠ মহিলা সমাবেশ হিসেবে আখ্যায়িত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা স হ স্থানীয় সচেতন মহল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসাবে দেশ পরিচালনা করেছিলো। তাঁর নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনে এ চৌদ্দগ্রামেও অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার প্রিয় সন্তানকে, বোন হারিয়েছে তার ভাইকে আর স্ত্রী হারিয়েছে তার প্রাণপ্রিয় স্বামীকে। আমি নিজেও কোনো আত্মীয়-স্বজনের মৃত্যুতে তাদের জানাযায় পর্যন্ত আসতে পারিনি। অসংখ্য জামায়াত নেতাকর্মী তাদের বাড়ীঘর ও পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থেকেছে। আল্লাহর অশেষ রহমতে গত ০৫ আগস্ট এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু আল্লাহর কী লীলাখেলা দেখুন, মহান আল্লাহ তা’য়ালা তাঁতে দেশ ত্যাগ করিয়েছেন।

উপস্থিত মহিলা-নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন চৌদ্দগ্রামের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছি। তখন চৌদ্দগ্রাম ছিলো একটি শান্তির বাগান। সেসময় ছিলো না কোন অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এ চৌদ্দগ্রামে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইঙ্গিত করে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই পরিকল্পিত কাজ করতে হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী যেন বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সেজন্য আপনারা আমাদের মা-বোনদের কাছে গিয়ে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিবেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজতৈনিক ও পার্শ্ব সংগঠন এর বিভাগীয় সেক্রেটারী ডা. হাবিবা চৌধুরী সুইটি, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, জামায়াতে ইসলামী, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী শাহিনা আক্তার, অঞ্চল সহকারী সেক্রেটারী ফেরদৌসি সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা কাজী মো: ইয়াছিন, সেক্রেটারী মো: মোশারফ হোসেন ওপেল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD