1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গভীর রাতে শহীদ মিনার ভাংচুর - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

চৌদ্দগ্রামে গভীর রাতে শহীদ মিনার ভাংচুর

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রি কলেজ শহীদ মিনারটি রাতের আঁধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে রাত সাড়ে ১২টার দিকে সবাই ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন। ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এরপর রাত ২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিকট শব্দ শুনে কলেজের নৈশপ্রহরী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দু’টি স্তম্ভই ভেঙে ফেলা হয়েছে। এ সময় তিনি কাউকে সেখানে দেখতে পাননি বলে জানিয়েছেন।

গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, ‘রাতে ফুল দেওয়া শেষে সবাই চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে, তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা না থাকায় দোষীদের শনাক্ত করা কিছুটা কঠিন হবে। স্থানীয় কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD