1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে আবাসিক হোটেল থেকে বীমা কর্মীর অর্ধ ঝুলন্ত বস্ত্রহীন মরদেহ উদ্ধার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

লাকসামে আবাসিক হোটেল থেকে বীমা কর্মীর অর্ধ ঝুলন্ত বস্ত্রহীন মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

ছবির ক্যাপশন-
নিহত বীমা কর্মী আলতাফ হোসেন রিপন।

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :

কুমিল্লার লাকসামে আবাসিক হোটেল থেকে আলতাফ হোসেন (৪৭) নামে এক বীমা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে লক্ষ্মীপুর সদরে শাকচর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্সে চাকরি করেন। বিষয়টি হত্যা না আত্মহত্যা এ নিয়ে সন্দেহ ডালপালা ছড়াচ্ছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের বাইপাস ড্রীম হোটেলের একটি কক্ষ থেকে বস্ত্রহীন অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।
হোটেলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ২৫ তারিখে রাতে আলতাফ হোসেন হোটেলের ৮ নম্বর রুম বুকিং করেন। একদিন পর রুম ভাড়া দেয়ার কথা থাকলেও তিনি পরিশোধ করেননি। আজ (সোমবার) সকালে হোটেল রুমবয় তুহিন তার কাছ থেকে ভাড়া নেওয়ার জন্য ডাকলে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানায়। পরে সবাই এসে দেখতে পায় বিছানার উপর বস্ত্রহীন অবস্থায় অর্ধ ঝুলন্ত গলায় রসি পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন।
নিহতের নিকট আত্মীয় আরজু বলেন, তিনি ২৪ জানুয়ারি থেকে নিখোঁজ। আমরা ২৫ জানুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। নিখোঁজের তিন দিন পর আজ সোমবার লাকসাম ড্রীম হোটেলে অর্ধ ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত আলতাফ তিন কন্যা সন্তানের জনক।
এলাকার লোকজন জানান, ওই হোটেলে মাদক ও নারী সংক্রান্ত প্রশাসনের কয়েকটি অভিযানে জরিমানা করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আলতাফ হোসেন রিপন নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার ১৬নং শাকচর গ্রামের মৃত নুরুজ্জামানের ৫ ছেলের মধ্যে বড় ছেলে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD