1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে আবাসিক হোটেল থেকে বীমা কর্মীর অর্ধ ঝুলন্ত বস্ত্রহীন মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

লাকসামে আবাসিক হোটেল থেকে বীমা কর্মীর অর্ধ ঝুলন্ত বস্ত্রহীন মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পঠিত

 

ছবির ক্যাপশন-
নিহত বীমা কর্মী আলতাফ হোসেন রিপন।

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :

কুমিল্লার লাকসামে আবাসিক হোটেল থেকে আলতাফ হোসেন (৪৭) নামে এক বীমা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে লক্ষ্মীপুর সদরে শাকচর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্সে চাকরি করেন। বিষয়টি হত্যা না আত্মহত্যা এ নিয়ে সন্দেহ ডালপালা ছড়াচ্ছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের বাইপাস ড্রীম হোটেলের একটি কক্ষ থেকে বস্ত্রহীন অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।
হোটেলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ২৫ তারিখে রাতে আলতাফ হোসেন হোটেলের ৮ নম্বর রুম বুকিং করেন। একদিন পর রুম ভাড়া দেয়ার কথা থাকলেও তিনি পরিশোধ করেননি। আজ (সোমবার) সকালে হোটেল রুমবয় তুহিন তার কাছ থেকে ভাড়া নেওয়ার জন্য ডাকলে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানায়। পরে সবাই এসে দেখতে পায় বিছানার উপর বস্ত্রহীন অবস্থায় অর্ধ ঝুলন্ত গলায় রসি পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন।
নিহতের নিকট আত্মীয় আরজু বলেন, তিনি ২৪ জানুয়ারি থেকে নিখোঁজ। আমরা ২৫ জানুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। নিখোঁজের তিন দিন পর আজ সোমবার লাকসাম ড্রীম হোটেলে অর্ধ ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত আলতাফ তিন কন্যা সন্তানের জনক।
এলাকার লোকজন জানান, ওই হোটেলে মাদক ও নারী সংক্রান্ত প্রশাসনের কয়েকটি অভিযানে জরিমানা করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আলতাফ হোসেন রিপন নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার ১৬নং শাকচর গ্রামের মৃত নুরুজ্জামানের ৫ ছেলের মধ্যে বড় ছেলে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD