1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় তারুণ্যের উচ্ছ্বাসে কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লায় তারুণ্যের উচ্ছ্বাসে কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

 

হাবিবুর রহমান মুন্না:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লার স্কুল পর্যায়ে বালকদের কাবাডি ও ভলিবল এবং বালক বালিকাদের ব্যাডমিন্টন ( দ্বৈত)ও দাবা (একক)
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বালক ও বালিকা পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক গ্রুপের কাবাডি খেলায় কুমিল্লা জিলা স্কুল ৪১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ও কুমিল্লা কালেক্টর স্কুল এন্ড কলেজ ৩৯ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।এদিকে ভলিবল খেলায় কুমিল্লা ইউসুফ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিমপুর উচ্চ বিদ্যালয়।

অপরদিকে,ব্যাডমিন্টন বালকদের (দ্বৈত) খেলায় হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সিয়াম শিকদার ও শান্ত ইসলাম জুটিকে হারিয়ে কুমিল্লা জিলা স্কুলের কাইফ ও সাজ্জাত জুটি চ্যাম্পিয়ন হয় ও ব্যাডমিন্টন বালিকাদের (দ্বৈত) খেলায় শৈলরানি স্কুলের নিশাত ও আমেনা জুটিকে হারিয়ে নবাব ফয়জুনেচ্ছা স্কুলের মারজানা ও আদিবা জুটি চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও, দাবা (একক) খেলায় বালকদের কুমিল্লা কালেক্টর স্কুল এন্ড কলেজের কাজী ফাতিন নূরকে হারিয়ে ময়নামতি স্কুল এন্ড কলেজের ফাহাদ বিন আবু আহসান চ্যাম্পিয়ন হয়।অপরদিকে,বালিকাদের খেলায় নবাব ফয়জুন্নেছা স্কুলের জুনাইনাহ ইকবাল কে হারিয়ে নবাব ফয়জুন্নেছা স্কুলের ফাতিন নাওয়ার অথৈ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসন মো.আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম সাগর, জেলা ফুটবল কোচ তুহিন প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD