1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো কলেজ - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

কুমিল্লায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো কলেজ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের জোবেদা খাতুন কলেজে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল কালো পোশাক ও মুখোশধারী লোক কলেজের ৯টি কক্ষে একসঙ্গে দাহ্য পদার্থ দিয়ে অগ্নিসংযোগ দিয়ে ১৫ থেকে ১৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তুলেছে কলেজ কর্তৃপক্ষ।

খবর পেয়ে রাতে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি টিম স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কলেজের ৯টি কক্ষ, সকল আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, আমাদের কলেজটি শত্রুতামূলকভাবে নাশকতা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কলেজে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে আমি এখন মারাত্মক বিপাকে পড়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শত্রুতামি করে ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের ক্ষতি করে কী লাভ? আমি এখন শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে চরম বিপাকে পড়েছি। দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার চাই।

কলেজের প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেন জাহেরের ভাই কবির হোসেন বলেন, রাতে কলেজ প্রাঙ্গণে ককটেলের বিস্ফোরণের শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে কলেজের সামনে আসতে কালো পোশাক পরিহিত মুখোশ ধারী ১০-১৫ জন লোক আমাকে গুলি করার হুমকি এবং তারা দ্রুত পূর্ব দিকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে কলেজে আগুন দিয়ে নাশকতার খবর পেয়ে শুক্রবার বিকালে ঘটনা স্থলে পরিদর্শন করেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল হাসেম খান, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আক্তার, থানার ওসি মোঃ ইসমাইলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, সার্বিক পরিস্থিতিতে বুঝা গেছে এটি একটি নাশকতা মূলক কাণ্ড। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD