1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর পেলেন ৫৮টি পরিবার - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল

লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর পেলেন ৫৮টি পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :

কুমিল্লার লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮টি অসহায় পরিবার। বুধবার (২২ জানুয়ারি) লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্নস্থানে ঘরের টিনসহ মালামালগুলো বিতরণ করা হয় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, সকল ভালো কাজের পাশে আমি থাকতে পছন্দ করি।আজকের এ আয়োজনে ব্যক্তিগতভাবে আমি অভিভূত। বন্যায় ঘর হারিয়ে লাকসামে এখনো অনেক অসহায় মানুষ বিভিন্ন স্থানে, বিভিন্নভাবে আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন। সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এরকম ভালো কাজে এগিয়ে আসার আহবান জানান।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নাছির উদ্দীন মজুমদার। এসময় তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন থেকে লাকসাম-মনোহরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে আসছি। বন্যা পরবর্তী সময়ে আমরা নাছির উদ্দিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটিয়ে সংস্থাটির মাধ্যমে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সমাজের সকল মানুষকে নিয়ে ভালো থাকার মাঝে আত্মতৃপ্তি রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক গোলাম ফারুক, নাছির উদ্দীন ফাউন্ডেশনের সহ সভাপতি ও হেফাজতে ইসলাম লাকসাম উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, ফাউন্ডেশনের মহাসচিব ও লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সমাজ সেবক বিশ্বতম সাহা প্রমুখ।
ওইদিন লাকসাম উপজেলার দোখাইয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ২০টি পরিবারের মাঝে এরপর ক্রমান্বয়ে মেল্লা, আঙ্গারিয়া, গোবিন্দপুর গ্রামে ও লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫৮টি পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল হস্তান্তর করা হয়।

ছবির ক্যাপশন-
লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন মজুমদারসহ অতিথিবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD