নিজস্ব প্রতিবেদক ।।
সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লা হাইওয়ে পুলিশ ও সিলেট হাইওয়ে পুলিশের পোস মেশিন পরিচালনা কর্মশালার উদ্ধোধন করেন কুমিল্লা ও সিলেট রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম। এসময় কুমিল্লা ও সিলেট হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ও সার্জেন্টগণ উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কসহ এসকল মহাসড়কে কোন কারণে গাড়ীকে জরিমানা করা হলে তা শুধুমাত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যাকিং উপায় দিয়ে করা হত। এখন ২১ টি মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটসহ বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যাবহার করে তাৎক্ষণিক ভাবে জরিমানা সরকারি কোষাগারে জমা দিতে পারবেন। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং সিলেট রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার খাইরুল আলম বলেন,পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। আজকের এই কর্মশালার মাধ্যমে বাস মালিক ও যাত্রিদের জরিমানা দ্রুত পরিশোধ করতে পারবে। সবগুলো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে হাইওয়ে পুলিশ কর্তৃক জরিমানা আদায়ে আরও সহজ হবে এবং এতে করে জনগনের প্রতি জনগণের প্রতি
পুলিশের দায়বদ্ধতা থাকবে। হাইওয়ে পুলিশ সুপার খাইরুল আলম আরও বলেন, হাইওয়ে পুলিশের সাথে বাস চালক মালিক ও যাত্রিদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর এ সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে হাইওয়ে পুলিশকে সৌহাদ্য পূর্ণ ভূমিকা পালন করতে হবে। সোমবার দিন ব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন,
কমিউনিটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জিয়া উদ্দিন আহমেদ,আইটিসি এর ডেপুটি চিফ অপারেটিং অফিসার মো. হাফিজুর রহমান,আইটিসি পোস এর টিম লিডার মো. সোহেল রানাএবং ল্যাবএইড হাসপাতালের প্রফেসর আলী হোসাইন প্রমূখ।