1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন শিক্ষকগণ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন শিক্ষকগণ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের।।

শীতের কুয়াশা ভরা সকালে কুমিল্লা নগরীর কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধববার নতুন বছর ২০২৫ সালের ১ জানুয়ারি কোমলমতি শিশু শিক্ষার্থীরা শীত উপেক্ষা করে বিদ্যালয়ে নতুন বই নিতে আসেন। কাটাবিল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বিশ্বাস এর তত্ত্বাবধানে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণিসহ মোট ১৩৮ জন শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সহকারি প্রাথমিক শিক্ষক মোঃ মিনহাজুল মোস্তফাসহ আরো উপস্থিত ছিলেন,ছাব্বিহা ফেরদৌসী,কাজী জয়নব ইসলাম,লায়লা নূর,শান্তা পাল,কাজী মাহবুবা আক্তার,জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ শাহজামাল,সোনিয়া আলম সরকার,মোঃ শাহজালাল প্রমূখ শিক্ষকগণ উপস্থিত থেকে নতুন বই বিতরণ করেন।

শিশু বা প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পাশ করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন ৩০ জন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন,
ইয়ামুনতাসিন রহমতুল্লাহ, এর পূর্বের রোলনং ছিল ৩৬ বর্তমান রোলনং ১ম, দ্বিতীয় স্থান অধিকার করেন মো. রবিউল নূর, এর পূর্বের রোলনং ছিল ৩৭ বর্তমান রোলনং ২য়, তৃতীয় স্থান অধিকার করেন মোসা. নুসরাত জাহান উর্মি, এর পূর্বের রোলনং ছিল ৩৫ বর্তমান রোলনং ৩য়, চতুর্থ স্থান অধিকার করেন মেহেবুবা সাবেরী শায়দা, এর পূর্বের রোলনং ছিল ২৮ বর্তমান রোলনং হলো ৪র্থ এবং পঞ্চম স্থান অধিকার করেন মো.হাম্মাদুল ইসলাম, এর পূর্বের রোলনং ছিল ৫১ বর্তমান রেলনং ৫ম।

প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণতে মোট উত্তীর্ণ হয়েছেন ৫৬ জন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতুল ফেরদৌস আনিশা, এর পূর্বের রোলনং ছিল ৬১ বর্তমান রোলনং ১ম, দ্বিতীয় স্থান অধিকার করেন আরওয়া আমিন মজুমদার, এর পূর্বের রোলনং ছিল ৩ বর্তমান রোলনং ২য়, তৃতীয় স্থান অধিকার করেন সামিয়া আক্তার মীম , এর পূর্বের রোলনং ছিল ৭১ বর্তমান রোলনং ৩য়, চতুর্থ স্থান অধিকার করেন তাসনিম জাহান সাকিরা , এর পূর্বের রোলনং ছিল ৪৭ বর্তমান রোলনং হলো ৪র্থ এবং পঞ্চম স্থান অধিকার করেন মো.শাহিদুল ইসলাম , এর পূর্বের রোলনং ছিল ১ বর্তমান রেলনং ৫ম ।

দ্বিতীয় শ্রেণি থেকে ৩য় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন ৫২ জন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রামিসা ইয়াসমিন রাফা , এর পূর্বের
রোলনং ছিল ১ বর্তমান রোলনং ১ম, দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুল আহাদ, এর পূর্বের রোলনং ছিল ৭৬ বর্তমান রোলনং ২য়, তৃতীয় স্থান অধিকার করেন রিফাত হোসেন রায়হান , এর পূর্বের রোলনং ছিল ১৭ বর্তমান রোলনং ৩য়, চতুর্থ স্থান অধিকার করেন অন্তরা , এর পূর্বের রোলনং ছিল ১৩ বর্তমান রোলনং হলো ৪র্থ এবং পঞ্চম স্থান অধিকার করেন মো.রাহাত , এর পূর্বের রোলনং ছিল ৭৩ বর্তমান রেলনং ৫ম।

 

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD