1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লাকসামের দুই ভূমি কর্মকর্তার দুর্নীতির অভিযোগ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লাকসামের দুই ভূমি কর্মকর্তার দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

ক্যাপশন – লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার। 

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 
লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার ও লাকসাম পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নামজারি খতিয়ান প্রদান এবং জনহয়রানির বিষয়ে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোরশেদ আলম রাসেল।
মোরশেদ আলম রাসেল অভিযোগ করেন, তার পিতা মৃত জহিরুল হকের নামে থাকা ২ শতক জমি অবৈধভাবে মোসাঃ পারুল আক্তারের নামে নামজারি করা হয়েছে। তার দাবি, আদালতের একাধিক রায়ে জমি নিয়ে তাদের পক্ষে আদেশ দেওয়া হলেও, মাত্র ৮ কার্যদিবসের মধ্যে নামজারি সম্পন্ন করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, লাকসাম ভূমি অফিসের তহশিলদার এবং সহকারী কমিশনার (ভূমি) অবৈধ লেনদেনের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নামজারি বাতিলের জন্য আবেদন করা হলেও তা গড়িমসি করা হয়েছে এবং প্রক্রিয়া বাতিল না করে উল্টো হয়রানি করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সহকারী ভূমি কমিশনার সিফাতুন নাহার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, নামজারি প্রক্রিয়া আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন হয়েছে এবং কোনো অবৈধ লেনদেনের অভিযোগ সঠিক নয়। আমি এ বিষয়ে দায়বদ্ধ নই।
তিনি বলেন, “দলিল থাকায় আইন অনুযায়ী খারিজ দেওয়া হয়েছে। তবে মামলার বিষয়টি বাদী গোপন করেছেন। বর্তমানে ওই জমি ক্রয়-বিক্রয় বন্ধ রাখা হয়েছে। আদালতের আপিল নিষ্পত্তি হলে, যিনি রায় পাবেন তার নামে খারিজ দেওয়া হবে।”
অপরদিকে, অভিযুক্ত লাকসাম পূর্ব ইউনিয়নের তহশিলদার সাইফুল ইসলাম অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে মোবাইলের লাইন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
অপরদিকে, স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে অভিযোগটি জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর করা হয়েছে।
এদিকে, দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD