1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেঘনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

মেঘনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার,দাউদকান্দি॥কুমিল্লার মেঘনা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয়দের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। নদীভাঙন বৃদ্ধি, ফসলি জমি হারানোর শঙ্কা এবং বসতবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আতঙ্কে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। এসব অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে মহিষারচর প্রাইমারি স্কুল মাঠে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় জনসাধারণ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর ভাঙন দিন দিন বেড়ে চলেছে। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মানুষ। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বালু উত্তোলনের কারণে আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফসলি জমি নষ্ট হচ্ছে। এই দুর্বিষহ অবস্থার হাত থেকে রক্ষা পেতে চাই।”

এদিকে এলাকার কৃষকেরা জানান, ফসল উৎপাদনে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন তারা। নদীভাঙনে আবাদযোগ্য জমি কমে যাওয়ার পাশাপাশি জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে। ফলে তাদের জীবন-জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

মানববন্ধন আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই এ কর্মসূচি গ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, “আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এই অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করবে। মেঘনা উপজেলাবাসীর অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।”

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও সমস্যা স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। ফলে তারা এ ধরনের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের দুর্ভোগের কথা তুলে ধরতে বাধ্য হচ্ছেন। এলাকার সচেতন মহল মনে করেন, প্রশাসন ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় এ সমস্যার সমাধান সম্ভব। তারা আরও বলেন, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং পরিবেশগত ভারসাম্য নষ্টের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ জোরদার করতে হবে।

এ মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী তাদের দাবি-দাওয়া প্রকাশের সুযোগ পেয়েছেন। তারা আশাবাদী, এই প্রতিবাদের জেরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের দুর্ভোগ লাঘব হবে। একসঙ্গে সচেতন জনগণ ও প্রশাসন কাজ করলে মেঘনা নদী ও এর তীরবর্তী এলাকার স্বাভাবিক পরিবেশ ও জীবনযাত্রা ফিরিয়ে আনা সম্ভব।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে আমরা সবসময় তৎপর। এলাকাবাসীর দাবি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD