নিজস্ব প্রতিবেদক,লাকসাম।।
বিসিএস সাধারণ শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা “মানি না, মানব না” এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আন্ত্যঃক্যাডার বৈষম্য নিরসন এবং সকল ক্যাডারের সমতা দাবি জানান। এছাড়াও কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় দাবি এবং উপসচিব পদে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দাবি করেন।
এছাড়াও বক্তারা জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্যহীন জনপ্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধসহ উপ-সচিব পদের পদোন্নতি সকল ক্যাডারের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে করার দাবি করেন।