1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেশে চাঁদাবাজী বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে কুমিল্লায় - হাসনাত আবদুল্লাহ - Dainik Cumilla
শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের জমকালো অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা বুড়িচংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা চৌদ্দগ্রাম ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ঈদুল আজহাকে ঘিরে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নাঙ্গলকোটে সম্মেলন ও পুননির্বাচনের দাবিতে বিএনপির মানববন্ধন সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করলেন চৌদ্দগ্রামের সাজিদ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শ্বশুর বাড়ীর জমি নিয়ে জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে চার্জ গঠন কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলকে সামনে রেখে কুবি প্রশাসনের র‍্যালি

দেশে চাঁদাবাজী বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে কুমিল্লায় – হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে চাঁদাবাজী বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে, তবে চাঁদাবাজেরা কিছুটা পরিবর্তিত হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি না করতে পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ।

এছাড়া, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এবং মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, মো. সিয়াম আহমেদ প্রমুখ।

এ সময় হাসনাত আবদুল্লাহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক ও সেতু নির্মাণ ও সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, এক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এদিন একই স্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে সিরিজ বৈঠকও করেন হাসনাত আবদুল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD