মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক্টর দিয়ে গ্রামীণ সড়কের ক্ষতি করে মাটি নিতে বাধা দেওয়ায় হামলা চালিয়ে চার নারীকে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার ( ১৮ ডিসেম্বর ) দিবাগত রাত দেড়টায় উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর তেঁতাভূমি এলাকায় ভেকু দিয়ে মাটি কেটে গ্রামীণ সড়ক নষ্ট করে ট্রাক্টর দিয়ে মাটি নিতে বাধা দেন ওই এলাকার বাসিন্দারা। এ সময় মাটি নেওয়ার কাজে নিয়োজিত লোকজন চলে যায়। পরে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আবারও তারা ট্রাক্টর দিয়ে মাটি নিতে যাওয়ায় গ্রামবাসী তাদের আবারও বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে একপর্যায়ে উত্তর তেঁতাভূমি এলাকার মৃত আব্দুল মজিদ ফকিরের ছেলে আমিনুল ইসলাম, মো. স্বপন মিয়া, শামিন মিয়া, একই এলাকার মৃত হারিজ মিয়ার ছেলে খোকন মিয়া, মিজানুর রহমানের ছেলে হারিজ মিয়া ও দক্ষিণ তেঁতাভূমি নোয়াপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মাসুক মিয়াসহ আরও ১০/১২ জন বাধা প্রদানকারীদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় উত্তর তেঁতাভূমি এলাকার স্বপন মিয়ার স্ত্রী নাছিমা বেগম ( ৪৮ ), শহিদ মিয়ার স্ত্রী ফুল বানু ( ৬০ ), সোলেমানের স্ত্রী সালেহা বেগম ( ৩৫ ) আবু তাহেরের স্ত্রী আখিনুর আক্তার ( ৩২ ) গুরুতর আহত হয়।
এ সময় ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের উপস্থিতির খবরে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত নাছিমা বেগম বলেন, আমরা গ্রামবাসী মিলে নিজস্ব অর্থায়ণে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি মেরামত করেছি কয়েকমাস আগে। এই রাস্তা ট্রাক্টর চলাচলের অনুপযোগী। আর তাছাড়া আমাদের এলাকার শিশুরা ট্রাক্টর চলাচলের সময় দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। সেজন্য আমরা তাদেরকে এ রাস্তা দিয়ে ট্রাক্টর দিয়ে মাটি নিতে বাধা দেই। এ কারণে তারা আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় আমিসহ আরও তিন নারী আহত হয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।