1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

ব্রাহ্মণপাড়ায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফসলি জমি নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে আবু সালেহ সুমনের বিরুদ্ধে। তিনি আবাদ উপযোগী জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে ফসলের সম্ভাবনা নষ্ট করছেন এমন দাবি স্থানীয়দের।
আবু সালেহ সুমন উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার মফিজ মেম্বার বাড়ির মো. আবু তাহেরের ছেলে।

সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু সালেহ সুমন বাড়ি বানানোর জন্য ফসলি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটছেন। স্থানীয় আশপাশের লোকজন বাধা দিয়েও মাটি কাটা বন্ধ করতে পারেননি। ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কারণে আশপাশের জমিগুলোও হুমকির মুখে পড়ছে। এ নিয়ে আশপাশের জমিগুলোর মালিক ও স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পার্শ্ববর্তী জমির মালিক কাজী সাইফুল ইসলাম বলেন, আমরা বাধা দেওয়া সত্ত্বেও আমাদের জমি সংলগ্ন জমিতে সে ভেকু লাগিয়ে মাটি কাটছে। এভাবে অবৈধভাবে মাটি কাটার কারণে আমাদের জমিগুলোও হুমকির মধ্যে পড়ছে। আমরা চাই ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে আবু সালেহ সুমনের স্ত্রী বলেন, আমরা আমাদের জায়গায় মাটি কাটছি, এতে তো কারো সমস্যা হওয়ার কথা না। মাটি কেটে পাড় বাধছি। পরে ড্রেজার মেশিন দিয়ে ভরাট করে বাড়ি বানাবো।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম বলেন বিষয়টি আমি এক শিক্ষককের মাধ্যমে শুনেছি আমি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD