খলিলুর রহমান।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কান্দিরপাড় এলাকায় উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর। কুমিল্লা মহানগরীর ছাত্র আন্দোলনের মুখপাত্র জাবেদ আহমেদ ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
কলেজের নতুন ১০ তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে রাতভর মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন ধরে করে আসছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এতেও কাজ না হলে গত চারদিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করেন। এতে মাদকসবীরা সেখানে প্রবেশ করতে পারছিল না।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় মাদকসেবী সন্ত্রাসীরা বিকট শব্দে কয়েকটি ককটেল ক্যাম্পাসের বাইরে থেকে খেলার মাঠের দিকে বিস্ফোরণ করে। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশেপাশের এলাকায় ছড়ায় আতঙ্ক।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা মহানগরীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । একই সাথে মাদকসেবী সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে।