লাকসাম প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লাকসাম উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন উওর ও দক্ষিণ ইউনিয়নের আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ বিকেলে ইরুয়াইন এম এ বারী মাদ্রাসা মাঠে এই কৃষক সমাবেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, তারা নিজ নিজ বক্তব্যে বলেন স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে, কৃষকদের উন্নয়নে পূবের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ সাধারণ কৃষকদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ। দেশের উন্নয়নে কৃষকদের অবদান রাখতে হবে।তারা বর্তমান সরকার কে কৃষকদের বিনামূল্যে সার বীজ সরবরাহ করায় ধন্যবাদ জানান।