সাকলাইন যোবায়ের ।। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় কেশতলা গ্রামের মজুমদার বাড়ীর মো.আফতাবুল ইসলাম মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। মো. মনিরুল ইসলাম মজুমদার (মালু মাষ্টার) এর দ্বিতীয় ছেলে হলেন আফতাবুল ইসলাম মজুমদার। তিনি প্রায় ৯২ বছরে ইহকালের মায়া ত্যাগ করে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। আফতাবুল ইসলাম মজুমদার স্ত্রী, পাঁচ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম মগফুর আফতাবুল ইসলাম মজুমদারের দ্বিতীয় ছেলে মো. কামাল হোসেন মজুমদার দৈনিক কুমিল্লাকে বলেন, আমার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্ম র্সূচীর মধ্যে রয়েছে নাঙ্গলকোটের কেশতলা গ্রামের মজুমদার বাড়ীতে কোরআন তেলাওয়াত,হযরতের কবর জিয়ারত,দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
মরহুম মগফুর আফতাবুল ইসলাম মজুমদার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন নাঈমের শশুর। নাঈম জানান আমার শশুর কুমিল্লা শাহপুর দরবার শরীফের ভক্ত ছিলেন।
ছাওয়াব রেছানীর মিলাদ মাহফিল পরিচালনা করবেন কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির সদস্যবৃন্দ। মাহফিল পরিচালিত হবে কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ শাহ্ সুফি ক্বারী গাজী মাওলানা শায়খ আবদুস্ সোবহান আলক্বাদেরী( রহ) এঁর উসুল আনুসারে।