স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প এর উদ্বোধন, করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এমপি বাহার বলেন, দেশ এখন উন্নয়নের শীর্ষে পৌছে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করেছে। বাংলাদেশ এখন চিকিৎসা ক্ষেত্রেও অনেক উন্নত। তাই আপনারা যেকোন চিকিৎসা সেবা নিতে সরকারি হাসপাতাল গুলোতে যাবেন সেখানে অনেক বড় বড় ভাল ডাক্তার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কঠোর হাতে যেভাবে করোনা কালিন সময় মোকাবেলা করেছেন তা অনেক উন্নত রাষ্ট্রও করতে পারেনি।
জগনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামনুর রশিদ বলেন, সকাল ৯ টা থেকে অসংখ্য রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমার ইউনিয়নের অনেক গরীব মানুষ উপকৃত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আবদুল জলিল চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার প্রমূখ।