শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪ তলা নতুন ভবনের প্রি-কাস্ট পাইলের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি)সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪ তলা নতুন ভবনের প্রি-কাস্ট পাইলের ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন খন্দকার ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য জেবুন নেচ্ছা জেবুসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।