1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ধানখেতে যুবকের লাশ, হাতের রগ কাটা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল

কুমিল্লায় ধানখেতে যুবকের লাশ, হাতের রগ কাটা

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি জমি থেকে ফারুক হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর দুই হাতের রগ কাটা ছিল। আজ সোমবার দুপুরে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করেন ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।

নিহত ফারুক উপজেলার ভুশ্চি গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে। তাঁর স্ত্রী ও দুই বছর বয়সী একটি পুত্রসন্তান আছে। ফারুক স্থানীয় মুজিবনগর বাজারে চা বিক্রি করতেন।

লালমাই থানার অধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেদোয়ান হোসেন বলেন, উপজেলার হরিশ্চর-কাশিনগর পাকা সড়কের দক্ষিণে ভুশ্চি গ্রামের একটি ধানের জমি থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির দুই হাতের পেশির রগ কাটা আছে। মরদেহ পড়ে থাকা জমির অন্তত ৫০০ গজ দূরে ৩টি জমিতে রক্তের চিহ্ন লেগে আছে। একটি জমির আইলের পাশে রক্তের চিহ্ন ও একটি ব্লেড পাওয়া গেছে।

নিহত যুবকের মা সামছুন্নাহার বলেন, ‘রোববার রাত সাড়ে আটটায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত ছেলেকে খুঁজেছি। দুপুরের কিছুক্ষণ আগে শুনি, ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলের কোনো শত্রু নেই। তার সঙ্গে যারা চলে, তারাই হয়তো হত্যা করেছে। আমি পুলিশকে সব বলব। ছেলের খুনিদের ফাঁসি চাই। দ্রুত গ্রেপ্তার চাই।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহত যুবক ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD