1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন মৃত্যু, আশঙ্কাজনক. ১  - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন মৃত্যু, আশঙ্কাজনক. ১ 

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।। ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার  ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন আহমেদ বাল্লক এলাকার মৃত সুলতান আহামেদের ছেলে। মোফাজ্জল হোসেন সোহেল নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। নিহত স্বপন আহমেদের ভাই আকতার হোসেন জানান, ঘটনার দিন সকালে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার কইকলা এলাকায় আমার চাচাতো ভাই শাহ-জালালের সাথে অভিযুক্ত আমাদের পাশের রামচন্দ্রপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সালাউদ্দিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার, জহির, রহমতুল্লাহ, আবুল হোসেনের শাল্যক রবিউল হাসান ও তার ভাই আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহ-জালালের বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে আসে। এসময় হামলাকারীদের দেখে শাহ-জালাল বাড়ির পাশের একটি বাগানে গিয়ে লোকালে সেখানে গিয়ে হামলা চালায় হামলাকারীরা। এসময় শাহ-জালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদ বাঁধা দিলে হামলাকারীরা তাদের উপর হামলা চালায়। এসময় তাদের দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মোফাজ্জল হোসেন সোহেলের অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোফাজ্জল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মোফাজ্জল হোসেনের পরিবার। এবিষয়ে জানতে চাইলে এসআই আনিসুর রহমান বলেন,  নিহত স্বপনের মরদেহ থানায় নিয়ে আসে। থানায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি৷  মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি বর্তমানে ঘটনার স্থলে আছি। তবে স্বপন আহমেদ নামে এক জন নিহত হয়েছে। অপর দিকে মোফাজ্জল হোসেন সোহেল আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD