কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলী, প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সাথে (কুবি) হল প্রভোস্ট, প্রক্টর ও হাউজ টিউটরদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে হলগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারি নিশ্চিত করতে প্রভোস্ট কমিটি গঠনসহ ৬টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এই কমিটিতে আহ্বায়ক হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন ও সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মোহাম্মদ নাসির হুসেইন।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রক্টর ড. মো. আবদুল হাকিম, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট সুমাইয়া আফরীন সানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. মোসা. শাহীনুর বেগম।
এছাড়াও সভার অন্যান্য সিদ্ধান্ত হল, শিক্ষার্থীদের মধ্যে যাদের আবাসিক সীট বরাদ্দ নেই, তারা হলে অবস্থান করতে পারবে না। শিক্ষার্থী যে যে হলের আবাসিক, সে সেই হলেই অবস্থান করবেন। হলের কোনো কক্ষে হিটার থাকতে পারবেনা। হলের কোনো কক্ষে মাদক পাওয়া গেলে এবং প্রমাণিত হলে ঐ কক্ষে অবস্থানরত শিক্ষার্থীর সীট বাতিল করা হবে এবং হলে কোন গণরুম থাকতে পারবেনা।