1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোরআন তেলাওয়াত,আযান ও হামদ- নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কোরআন তেলাওয়াত,আযান ও হামদ- নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

মদিনার কাফেলা বাংলাদেশ আয়োজিত বিভাগীয় কোরআন তেলাওয়াত,আযান ও হামদ – নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৭ অক্টোবর, সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
প্রথম পর্বে সকাল ১০ টা থেকে ২:৩০ মিনিট পর্যন্ত প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে বিকেল ৩ থেকে আলোচনা, পুরষ্কার বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাধবপুরীর সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোস্তফা ইসলাম মাধবপুরী, মাওঃ মোঃ পারভেজ রেজা ও মোঃ ইকবাল হোসেন চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, কোরআন তেলাওয়াতে হাফেজ মাওলানা মোঃ জসিম উদ্দিন সরকার, হাফেজ মাওলানা আবু কাউছার সুন্নি আল কাদরী, মাওঃ মোঃ মোসলেম উদ্দিন।আযান প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মুফতি হাসান মুরাদ শারতুনী, মুফতি আবুল কাশেম, মাওঃ আবু সাঈদ নঈমী এবং হামদ – নাত প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মাওঃ ইকরামুল হক আনোয়ারী, শায়ের মোঃ সাজিব হোসাইন ও মুহাম্মদ সাইফুল ইসলাম হেলালী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন, অধ্যক্ষ ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, চকবাজার, কুমিল্লা, আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খান, উপদেষ্টা সদস্য,আহলে সুন্নাত ওয়াল জামাত, কুমিল্লা, খাদেম মোহাম্মদ ফিরোজ, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রচার সম্পাদক মানিক খন্দকার, মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিন চাদপুরী ভাইস চেয়ারম্যান মদিনার কাফেলা বাংলাদেশ, মুফতি হাসান মুরাদ শারতুনী, মহাসচিব মদিনার কাফেলা বাংলাদেশ, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবু সাঈদ নঈমী আত তাহেরী, মহানগর সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে কোরআন,আযান ও হামদ – নাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন,যথাক্রমে কোরআন তেলাওয়াতে হামীম আবদুল্লাহ, মোঃ মোতালেব,নূর মোহাম্মদ, হামদ -নাতে নূর মোহাম্মদ, মিরাজ হোসেন, সাইদুল ইসলাম,আযানে মোঃ আরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম ও তহিরুল ইসলাম।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ৫টি জেলার ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD