কুমিল্লায় চাঁদাবাজদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ব্যাবসায়ী পরিবার
স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার কোতয়ালী এলাকার বাসিন্দা মওদুদ আব্দুল্লাহ শুভ্র। পেশায় একজন ঠিকাদার ও মানবাধিকার কর্মী। দীর্ঘদিন ধরে তার পিছনে লেগেছে ছদ্মবেশি একদল চাঁদাবাজ। এরা প্রায়ই দাবি করে চলেছে মোটা অংকের চাঁদা। আর এই চাঁদার টাকা দেয়ার অপরাগতায় শুভ্রকে ছুড়িকাঘাতে হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরণের হুমকি অব্যাহত রাখছে চাঁদাবাজরা। একারণে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে শুভ্র ও তার পরিবারটি।
বিদ্যমান পরিস্থিতি সম্প্রতি কুমিল্লা আদালতে মামলাসহ কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগি মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তার বাড়ি ওই থানাধীন পুরাতন চৌধুরীপাড়ায়। এ এলাকার আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার ছেলে তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তিনি একইসঙ্গে মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন। এরই মধ্যে গত ৩ আগস্ট রাত ১২ টার দিকে কাজের সাইট থেকে মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাড়ি ফিরছিলেন। এসময় একদল মুখোসধারী সন্ত্রাসী তাকে পথরোথ করে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় শুভ্রকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় কিছু লোকজন ঘটানাটি দেখে ফেললে সন্ত্রাসীরা দ্রুত ওই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তখন আহত অবস্থায় শুভ্রকে কুমিল্লা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতালে) ভর্তি করা হয়।
শুধু তাই নয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন শুভ্রর স্ত্রী। তাকেও ওই সন্ত্রাসীরা চাঁদার দাবিতে কিডন্যাপের চেষ্টা চালায়। এ অবস্থার সৃষ্টিতে ভয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার স্ত্রীর। এছাড়া আরও বিভিন্ন সময়ে শুভ্র তার পরিবারের উপর অপ্রীতিকর ঘটনার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন,ছদ্মবেশি ওই সন্ত্রাসী চক্রটি আওয়ামীলীগের পরিচয়ে আমাকে ও পরিবারকে বিভিন্ন সময়ে হত্যার উদ্দেশ্যে তাদের মিশন চালায়।
তিনি আরও বলেন, এই সমস্যার প্রতিকার চেয়ে আমি বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এখন নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করাসহ আদালতে মামলা করেছি।
বৃহস্পতিবার সকালে এ বিষয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পক্ষে এই (মানবাধিকার) প্রতিস্থানের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইদুল শাওন বলেন, আমাদের সংগঠনের ব্যানারে মওদুদ শুভ্র সর্বদা মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তার উপর ষড়যন্ত্রমূলক এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র এর আইনজীবী এ্যাডভোকেট ইমরান জানান- শুভ্র’র ক্ষতি করার জন্য এই চক্রটির সক্রিয় অবস্থানে আছে। তাই এই বিষয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রতিকার চেয়ে আদালতে দ্রুত বিচার আইনেও মামলা দায়ের করা হয়েছে ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমি মাত্র কিছুদিন আগে নতুন যোগদান করেছি কোতোয়ালি মডেল থানায়। বিষয়টি ষেহেতু আমার নলেজে এসেছে আমরা প্রযুক্তি ব্যাবহার করে এবং তদন্তের মাধ্যমে খুব দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনব।