গাজাসহ কুমিল্লায় আটক ১
সদর দক্ষিণ প্রতিনিধি।।শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজি এলাকায় রাহাত সিএনজি স্টেশনের সামনে ২৮ কেজি গাজাসহ একজনকে আটক করে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান,
সদর দক্ষিণ থানার এসআই আহসান হাবীব ও এএসআই ইয়াসিন গোপন সূত্রে সংবাদ পেয়ে একটি প্রাইভেট গাড়ি তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেন। আসামি ইলিয়াস (৩০), পিতা- জসীমউদ্দীন, সাং- সোনাকাঠিয়া, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।