1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রবাসীর বাড়ীতে হামলা, ভাংচুর-লুটপাট - Dainik Cumilla
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার কুমিল্লায় মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা, দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রবাসীর বাড়ীতে হামলা, ভাংচুর-লুটপাট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রবাসীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া সহ নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ব্যাংকের ৩টি চেক বহি, ভিসা সম্বলিত পাসপোর্ট ও প্রয়োজনীয় দলিল দস্তাবেজ লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে দুবাই প্রবাসী মো: নজরুল ইসলাম বাবুর বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের নামে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগি নজরুল ইসলাম বাবু দুবাইতে থাকাকালীন তার নিজ এলাকার পাশ^বর্তী লনিশ^র উত্তরপাড়ার আব্দুল করিম দুবাইতে সাপ্লাই কোম্পানীর শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধে ব্যর্থ হওয়ায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। পরে আব্দুল করিম ও তার পরিবারের লোকজনের অনুরোধে নজরুল ইসলাম বাবু দায়িত্ব নিয়ে শ্রমিকদের সেখানকার পাওনা অর্থ পরিশোধ করার পাশাপাশি আইনী প্রক্রিয়া শেষে আব্দুল করিমকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। কথা ছিলো নজরুল ইসলাম বাবুর সকল পাওনা দেশে পরিশোধ করবেন তারা। কিন্তু আব্দুল করিম দেশে ফেরত আসার পর প্রবাসী বাবুর টাকা পরিশোধ না করে গোপনে কানাডায় চলে যান। এদিকে আব্দুল করিম ও তার পরিবারের কাছে প্রাপ্য টাকা চাইলে তারা নজরুল ইসলাম বাবুর নিকট উল্টো ২০ লাখ টাকা পাবেন বলে দাবি করেন। এ বিষয়টিকে কেন্দ্র উভয়পক্ষের মধ্যে দেশে কয়েকবার মৌখিক ঝগড়া-বিবাদ হয়। স্থানীয়দের অবহিত করে ভুক্তভোগি প্রবাসী নিরাপত্তা চেয়ে গত রোববার (০১ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল করিমের ছেলে সবুজ, শিমুল, সুজন এর নেতৃত্বে স্থানীয় এবং বহিরাগত কতিপয় লোকজন সন্ত্রাসী কায়দায় মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকালে প্রবাসী বাবুর বাড়িতে হামলা চালায়। হামলায় প্রবাসী নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী-ছেলে, বোন সহ পরিবারের আরো কয়েকজন আহত হয়। এ সময় হামলাকারীরা প্রবাসীর ঘরে থাকা টিভি-ফ্রিজ, সিসি ক্যামেরা, আসবাবপত্র ভাংচুর, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া সহ নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার, ভুক্তভোগি বাবু, তার স্ত্রী মাহফুজা বেগম ও বোন শিউলী আক্তারের নিজ নিজ নামীয় ইউনিয়ন ব্যাংক, মুন্সীরহাট বাজার শাখার ২৫ পাতার তিনটি পৃথক চেক বহি ও ভুক্তভোগির দুবাইয়ের ভিসা সম্বলিত পাসপোর্ট সহ ঘরে থাকা প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা অস্ত্রের মুখে প্রাণের ভয় দেখিয়ে ভুক্তভোগির নিকট থেকে ১০০ টাকার ৩টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরে শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা এ ঘটনায় আইনের আশ্রয় নিলে ভুক্তভোগি প্রবাসী ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি-ধমকি প্রদান করে। পরে স্থানীয়দের সাথে পরামর্শ করে ভুক্তভোগি প্রবাসী বিচার চেয়ে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে রোববার আদালতে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বিবাদীরা হামলার কথা অস্বীকার করে জানান, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD