গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারে জোরপূর্বক ভূমি দখল করে ঘর নির্মান করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বুড়িচং থানা পুলিশের একটি দল তাদেরকে ভরাসার বাজার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ভরাসার গ্রামের মোঃ সাগর, আবদুল কাদির, জাকির হোসেন।
জানা যায়, এ জায়গাটি নিয়ে আগেও উক্ত আসামীরা মোঃ নাজমুলকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় নাজমুলের বাবা মফিজুল ইসলাম বুড়িচং থানায় একটি অভিযোগ করেন।
গত ৫ আগস্ট সরকার পতনের সাথে সাথে এ জায়গায় পাকাঘর স্থাপন করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে ১২ আগস্ট দখলদারদের বিরুদ্ধে আরেকটি মামলা করে ভুক্তভোগি ব্যক্তিরা। দুই মামলায় দুপুরে বুড়িচং থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার।