মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে (ড্রেজার মেশিন) কৃষিজমি থেকে মাটি উত্তোলন করায় মোরশেদ আলম (৫৩) নামের এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত মোরশেদ আলম ওই গ্রামের শাহজাহান আলী ব্যপারী বাড়ির মৃত আলফাজ আলীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ও চান্দলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দিদারুল ইসলাম এ অভিযানে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার বড়ধুশিয়া এলাকায় এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা আরও বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।