গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বুড়িচং উপজেলায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৭৮৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার বাছির খান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৫৩ ভোট।
তৃতীয় অবস্থানে রয়েছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য টেলিফোন প্রতীকের প্রার্থী মোঃ তারেক হায়দার। তিনি পেয়েছেন ১৮ হাজার ০৪৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৯১৯টি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপিকা লাভলী আক্তার ।