1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের জমিতে দুই দফা রাতের আঁধারে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সালমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুচি গ্রামে। সালমা বেগম একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী। এ ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তির দাবি করে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি নুরে আলম।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (উত্তর বাবুচি) গ্রামের আলী আকবর এর ছেলে নুরে আলম বাবুচি উত্তর মৌজায় বিএস ফাইনাল খতিয়ান-৪৪২ এর বিএস ৭২৯ ও ৭৩০ দাগে ১৬ শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছেন। বর্ণিত জায়গায় বিবাদিনী সালমা বেগম এর কোনো শর্ত বা স্বার্থ নাই। এরপরও সালমা বেগম স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা লোকের সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারী রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক নুরে আলমের তিন শতক জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি এ ব্যাপারে প্রতিবাদ করেন এবং গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরে তাদের সহযোগিতায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। সর্বশেষ বৈঠকে শালিসদারদের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত সালমা বেগম নুরে আলমের জমিতে ভরাটকৃত মাটিগুলো দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার অঙ্গীকার করেন। কিন্তু শালিস-বৈঠকের কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত সালমা বেগম ভুক্তভোগির জমিতে ভরাটকৃত ওই মাটিগুলো না সরিয়ে গত ১৯ এপ্রিল রাতের আঁধারে পুনরায় মাটি ভরাট শুরু করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি ওই দিন রাতেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশি সহযোগিতা চাইলে দ্রুত সময়ের মধ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। পরদিন সকালে ভুক্তভোগি ঘটনাস্থলে (তার নিজ জমিতে) গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সালমা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে উদ্ধত হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। পরে তিনি শনিবার (২০ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো কয়েজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগি নুরে আলম জানান, ‘আমার ক্রয়কৃত নিষ্কন্টক একটি জায়গার উপর সৈয়দপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক তিন শতক জায়গা দখলের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে সে আমাকে প্রাণনাশের হুমকি সহ ক্ষতিসাধনের বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের নিকট বিনীত আহবান জানাচ্ছি।’

অভিযুক্ত সালমা বেগম বলেন, ‘আমি নুরে আলমকে ১ শতক জায়গার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। তার কথামতই আমি মাটি ভরাট করেছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, ‘নুরে আলমকে টাকা দেওয়ার বিষয়ে সালমা বেগম কোনো প্রমাণ দিতে পারেননি। সালমা বেগমকে মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD