1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার তিতাসে আপন চাচাকে গলা কেটে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার তিতাসে আপন চাচাকে গলা কেটে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

mনিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার তিতাসে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী নবী হোসেন (৬৪) কে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে আপন ভাতিজা আঃ আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামি মোঃ আঃ আউয়াল হলেন- নিহতের ভাতিজা কুমিল্লার তিতাস উপজেলাধীন জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আঃ রব এর ছেলে।
মামলার বিবরণে জানাযায়- ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আঃ আউয়ালকে তিতাস থানাপুলিশ গ্রেফতার করিলে আসামি আঃ আউয়াল সন্দেহ করেন যে, তার আপন চাচা ভিকটিম নবী হোসেন-ই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। এ সন্দেহের বশবতী হয়ে আঃ আউয়াল বিজ্ঞ আদালত হতে জামিনে এসে ২০২০ সালের ২৪ মে স্থানীয় বাজার হতে বাড়ীতে ফেরার পথে একা পাইয়া পূর্ব পরিকল্পিতভাবে নবী হোসেন (৬৪) কে ধারালো অস্ত্রদ্বারা কুপিয়ে ও গলা কেটে রক্তাক্ত জখম করে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐদিন-ই কুমিল্লা তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেন এর ছেলে রাসেল (২৬) বাদী হয়ে আপন জেঠাতো ভাই আঃ আউয়ালসহ অজ্ঞাতনামা ০২ জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ঘটনার তদন্তপূর্বক আসামি আঃ আউয়াল এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ১৫ জুলাই বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০২২ সালের ২১ আগস্ট আসামি নবী হোসেন এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মো: আ: আউয়াল এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে বিজ্ঞ কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ মজিবুর রহমান বাহার বলেন- রাষ্ট্রপক্ষ এবং অভিযোগকারী আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে শীঘ্রই রায় কার্যকর করে আসামির ফাঁসি নিশ্চিত করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD