1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন

চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরির মহান লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় অভিভাবক-পরিচালক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদরাসার বার্ষিক পরীক্ষায় উত্তম ফলাফলকারী শিক্ষার্থী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ।

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো: মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনুসাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক, করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন সালেহী, খিরনশাল ইসলামিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মো: জহিরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও মাদরাসার পরিচালক আহসান হাবীব বেপারী, করপাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জালাল উদ্দিন শিকদার, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মোজাফফর আহমেদ, মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

মাদরাসার শিক্ষক মাওলানা মো: বেলাল হোসেন এর সঞ্চালনায় এ সময় মাদরাসার পরিচালক মো: হারুনুর রশিদ, জাফর আহমেদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন মোল্লা, শিক্ষক হাফেজ রিদওয়ানুল ইসলাম, আসমা আক্তার, সালমা আক্তার, সায়মা আক্তার, মনোয়ারা আক্তার, সমাজসেবক হাজী আবু বকর, আবুল বশর, আব্দুল কাদের মজুমদার, জয়নাল আবেদীন, মফিজুর রহমান, মো: ইয়াছিন পাটোয়ারী, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, অভিভাবক মো: আমান উল্লাহ, আবু তাহের পাটোয়ারী, গোলাম কিবরিয়া মজুমদার, মহিন উদ্দীন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD