1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি'র স্বেচ্ছসেবী সংগঠন'বন্ধু'র সভাপতি ওসমান, সম্পাদক আল আমিন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন

কুবি’র স্বেচ্ছসেবী সংগঠন’বন্ধু’র সভাপতি ওসমান, সম্পাদক আল আমিন

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পঠিত

কুবি প্রতিনিধি।।

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি (আংশিক)- ২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. ওসমান গনী (সৈকত),  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. আল আমিন।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে হেলথ্ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের রামিম মিয়া।

এর আগে বিকেলে বন্ধু, কুবি’র আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে চড়ুইভাতি ও ক্যারিয়ার আড্ডার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্ধু’র মডারেটর- কুবি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন, বন্ধু’র উপদেষ্টা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং বন্ধু, কুবি’র সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে ক্যারিয়ার আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ৪৩তম বিসিএস; তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. শরিফুল ইসলাম, শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোজাম্মেল হক সজীব, শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সহকারী পরিচালক ও নন-ক্যাডারে সুপারিপ্রাপ্ত মো. রাকিব হোসাইন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ অক্টোবর ‘যদি করি সেচ্ছায় রক্তদান বাচঁবে জীবন, বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বন্ধু, কুবি’ যাত্রা শুরু করে। এরপর থেকেই বন্ধুর সদস্যরা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের অঞ্চলসহ সারা বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান করে আসছে। এছাড়াও রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, হেপাটাইটিস ও জরায়ু ভ্যাকসিন ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD