1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবি'র স্বেচ্ছসেবী সংগঠন'বন্ধু'র সভাপতি ওসমান, সম্পাদক আল আমিন - Dainik Cumilla
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে ৩৬ টাকা দরে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ ব্রাহ্মণপাড়া নানার বাড়িতে বেড়াতে এসে মামা ভাগনে পানিতে ডুবে মৃত্যু কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করেছেন মহানগর বিএনপি নেতা টিপু ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নাঙ্গলকোটে কলেজ অধ্যাপকের বিদায় সংবর্ধনা

কুবি’র স্বেচ্ছসেবী সংগঠন’বন্ধু’র সভাপতি ওসমান, সম্পাদক আল আমিন

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ বার পঠিত

কুবি প্রতিনিধি।।

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি (আংশিক)- ২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. ওসমান গনী (সৈকত),  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. আল আমিন।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে হেলথ্ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের রামিম মিয়া।

এর আগে বিকেলে বন্ধু, কুবি’র আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে চড়ুইভাতি ও ক্যারিয়ার আড্ডার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্ধু’র মডারেটর- কুবি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন, বন্ধু’র উপদেষ্টা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং বন্ধু, কুবি’র সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে ক্যারিয়ার আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ৪৩তম বিসিএস; তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. শরিফুল ইসলাম, শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোজাম্মেল হক সজীব, শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সহকারী পরিচালক ও নন-ক্যাডারে সুপারিপ্রাপ্ত মো. রাকিব হোসাইন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ অক্টোবর ‘যদি করি সেচ্ছায় রক্তদান বাচঁবে জীবন, বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বন্ধু, কুবি’ যাত্রা শুরু করে। এরপর থেকেই বন্ধুর সদস্যরা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের অঞ্চলসহ সারা বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান করে আসছে। এছাড়াও রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, হেপাটাইটিস ও জরায়ু ভ্যাকসিন ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD