1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে ডিবেটর সার্চ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন বিভাগ - Dainik Cumilla
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার শিক্ষার্থী মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা কুমিল্লার মুরাদনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজার পদত্যাগ চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু লাকসাম উম্মুল ক্বোরা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু উদ্ধার গৌরীপুরে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ দাউদকান্দিতে বাস থেকে নেমে পানি কিনতে গিয়ে মাদক ব্যবসায়ী খুন মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুবিতে ডিবেটর সার্চ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন বিভাগ

  • প্রকাশিতঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পঠিত

কুবি প্রতিনিধি :

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (সিওইউডিএস) দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিবেটর সার্চ টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে আইন বিভাগ। এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল ‘যুক্তির বর্ণমালা গ্রন্থিত হোক মুক্তির কবিতা’।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ বনাম আইন বিভাগের মধ্যে বিতর্কের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এবার বিতর্কের বিষয় নির্ধারিত ছিল, এই সংসদ মনে করে ‘স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়ন সীমিত করে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা’।

এসময় জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং কাউসার আহম্মেদ বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মেহেদী হাসান শাহরিয়ার, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

এছাড়াও আইন বিভাগের ছাত্র উপদেষ্টা সাঈদা তালুকদার রাহী, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা বেগম এবং আইন বিভাগের প্রভাষক সোহরাব হোসেনসহ ডিবেটিং সোসাইটির বিভিন্ন কমিটির বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

এতে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ সরকারি দল এবং আইন বিভাগ বিরোধী দলের ভূমিকা পালন করেন। সরকারি দলের বিতার্কিকরা হলেন মাহমুদ হাসান, মো. শাহিদুল ইসলাম ও মো. আবছার উদ্দীন এবং বিরোধী দলের বিতার্কিকরা হলেন মোছা. কানিজ ফাতেমা রিমি, মায়মুনা বিনতে মাসুদ রাহিম এবং সানজিদা সেলিম ছোঁয়া ।

পুরস্কার বিতরণী পর্বে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের বিরোধীদলীয় নেতা মোছা. কানিজ ফাতেমা রিমি। রাইজিং ডিবেটর হিসেবে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব (অর্থনীতি), নাজমুল হাসান ফাহিম (ফিন্যান্স অ্যান্ড বিভাগ), কিফায়াতুল হক (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), মো. ফারুক (ইংরেজি বিভাগ), মিশকাত (গণিত বিভাগ) ও তাহমিদ তাজওয়ার (মার্কেটিং বিভাগ)। ভিডিও কনটেস্টে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সায়েম (ফিন্যান্স অ্যান্ড বিভাগ), মোছা. কানিজ ফাতেমা রিমি (আইন বিভাগ), মো. মাকসুদ নূর (ইংরেজি বিভাগ) এবং সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন আরাফাত হোসাইন সামি ও মুহসীন জামিল। এছাড়াও বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ফাহিমা সুলতানা রাতুয়া, দ্বিতীয় হয়েছেন তাইমুন নাহার তিশা এবং তৃতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস।

ফাইনালে পর্বের বিজয়ী দলের নাম ঘোষণার আগে মডারেটর ড. মো: আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিতর্কে কেউ হারে না। কেউ জিতে আবার কেউ অভিজ্ঞতা অর্জন করে । এই ভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিতর্কে প্রচুর তথ্য উপাত্ত থাকতে হবে। বিতার্কিকদের বিনয়ী হতে হবে।

আজকের বিতর্কের বিষয় নিয়ে তিনি বলেন, সবার জন্য উচ্চ শিক্ষা নয়। কারিগরি শিক্ষাও আমাদের প্রয়োজন। এজন্য আমাদের শক্ত অবস্থান তৈরি করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি কারিগরি শিক্ষা কতটুকু প্রয়োজন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূল জায়গায় নেই। না আছে স্নাতকে না আছে কারিগরিতে। তাই কারিগরি শিক্ষায় আমাদের জোর দিতে হবে।

উল্লেখ্য, এর আগে কেক কেটে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ২০১৪ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD