1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবি'তে কনসার্ট শেষে মাঠ পরিষ্কার করলো ব্যান্ডদল 'প্লাটফর্ম' - Dainik Cumilla
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় গার্মেন্টস পণ্য ছিনতাই, ৪৮ ঘণ্টায় মধ্যেই মালসহ ছিনতাইকারী চক্রের সক্রিয় ১ কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ডিসি, এসপি, ভিসিসহ ২৬ জন চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের দেশে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের কুমিল্লায় পৃথকভাবে যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা গোলাবাড়ি সীমান্তে ১৩ জনকে বিএসএফের পুশইন মোবাইলে কথা বলার সময় ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পরে যুবকের মৃত্যু কুমিল্লায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড চৌদ্দগ্রামে উন্নয়ন প্রকল্পের নামে হয়েছে হরিলুট কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৮৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

কুবি’তে কনসার্ট শেষে মাঠ পরিষ্কার করলো ব্যান্ডদল ‘প্লাটফর্ম’

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিউ ইয়ার কনসার্ট শেষে মাঠ, শহীদ মিনার, অনুষ্ঠান স্থল পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ডদল ‘প্লাটফর্ম’।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নিউ ইয়ার কনসার্টের আয়োজন করেন তারা। এতে দেশের ৪টি ব্যান্ডদল অ্যাশেজ, এভোয়েড রাফা, সোনার বাংলা সার্কাস এবং বে অব বেঙ্গল পারফর্ম করে। এতে প্রায় ১৫ হাজারের চেয়েও বেশি দর্শকের সমাগম হয় ক্যাম্পাস জুড়ে। এতে শহীদ মিনার, বিভিন্ন চত্বরসহ পুরো মাঠ ময়লা আবর্জনায় ছেয়ে যায়।

এদিকে কনসার্ট শেষ হওয়ার পরপরই সংগঠনের ক্লান্ত ও পরিশ্রান্ত সদস্য বিলম্ব না করে শুরু করে দেন শহীদ মিনার চত্বরসহ পুরো মাঠজুড়ে পরিষ্কার অভিযান শুরু করেন। সদস্যরা মাঠ ঘুরে ঘুরে ময়লা একত্রিত করে বস্তায় ভরে ফেলে দেন নির্ধারিত স্থানে। এটি দেখে অনেকেই মন্তব্য করেছেন এমন দায়িত্বশীল ও পরিচ্ছন্নতা সম্পন্ন মানুষ হতো তাহলে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকতো না। এতে অংশ নেন সংগঠনের সাধারণ সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা।

জিলান আল সাদ ইহসান বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কনসার্ট শেষে মাঠের উচ্ছিষ্ট পরিষ্কার করেছে ‘প্ল্যাটফর্ম’। আমরা প্রশাসনের দিকে না তাকিয়ে আমরা নিজেরাই ক্যাম্পাস আমাদের পরিষ্কার করার দায়িত্ব।

এবিষয়ে প্লাটফর্মের সভাপতি মাসুম বলেন, ‘প্রথমত আমরাই কনসার্টটি আয়োজন করেছি। এছাড়াও সচেতন নাগরিক হিসেবেও এই কাজ করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। প্ল্যাটফর্মের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা পরিষ্কার কাজে অংশগ্রহন করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD