মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিতি সুনামধন্য বিদ্যাপীঠ ওশান হাই স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে ১৫ টি স্টলে স্কুলের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা তাদের নিজেদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবন প্রদর্শন করেন৷ স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সার্বিকপরিচালনায় দিনব্যাপী প্রযুক্তি মেলায় স্কুর ক্যাম্পাসে আনন্দগন পরিবেশ সৃষ্টি হয়৷ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শন করে অতিথিরা বলেন আমাদের বিস্বাস উপজেলায় যে কয়টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তাদের মধ্যে ওশান হাই স্কুল অন্যতম৷ এ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক যে জ্ঞানের প্রর্দশন করেছে তা দেখে আনন্দিত৷ আমরা চাই ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন হোক৷ এতে করে স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে হাতে কলেম জ্ঞান অর্জন করতে পারবে৷ যা পরবর্তীতে তাদের কর্মজীবন এবং দেশের জন্য কাজে লাগাতে পারবে৷ তাই আসুন সবাই মিলে প্রত্যেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রতি উৎসাহিত করি৷ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৫ টি প্রদর্শনীর মধ্যে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জন কারি স্টলকে স্কুলের পক্ষ থেকে পুরুস্কার প্রদান করা হয়৷
দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সুন্দরভাবে সফল করার জন্য ওশান হাই স্কুলের সভাপতি নাজমুল হাসান শরীফ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন৷ আগামী ২৯ ও ৩০ তারিখ উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ওশান হাই স্কুলের কক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শন করা হবে৷